অনুষ্ঠিত হল গনঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ।

২০২৪ সালের জুলাই আগস্টে গনঅভ্যূত্থানে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল স্মরণসভা।

288

৩রা ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে এগারো টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই আগস্টে গনঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্বরণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। এ সময় ২০২৪ সালের জুলাই আগস্ট গন অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।

এ সময় আহতদের মধ্যে তাদের আন্দোলন সময়কালীন পরিকল্পনা এবং ভয়াল অভিজ্ঞতা বর্ননা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত খন্দকার মুইজ উদ্দিন, হাসনাত জামান, জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন ও সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, প্রমুখ।

বক্তব্য রাখেন- মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, মেহেরপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলার সিভিল সার্জন ডা. মহীউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, জেলা জামায়াতের আমির তাজউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মহিউদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফজলুল হক মন্টু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমির মাওলানা মোঃ তাজউদ্দিন খান।

স্মরণসভায় জেলা প্রশাসক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মেহেরপুর জেলায় আহত ৬ জনের নাম উল্লেখ করেন এবং এ সময় মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের স্মারক প্রদান করা হয়।

সবশেষ সকল শহীদ ও আহত ভাইবোনেদের স্মরণে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করা হয় ।

এই বিভাগের আরও সংবাদ