অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ।
মেহেরপুর শহরের শামসুজ্জোহা পার্কে দেশে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা।
ডেস্ক নিউজঃ দেশে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ও সাধারন জনগন। আজ বেলা ১১ঃ৩০ টার দিকে মেহেরপুর শহরের শামসুজ্জোহা পার্ক থেকে মিছিলটি বের হয়। এ সময় মিছিলে নেতৃত্ব দেয় ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিল শিক্ষক খন্দকার মুইজ, ছাত্রদর মধ্যে হাসনাত জামান সৈকত, এস এম প্লাবন, মোঃ রফি, ইমতিয়াজ, জায়মুল হাসান সহ আন্দোলনের পক্ষের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী । মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। এ সময় গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে সবাইকে সতর্ক করা হয়। ছাত্র জনতা সহ সকলকে সবধরনের নৈরাজ্য সৃস্টিকারি অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানানো হয় এবং মেহেরপুরবাসীকে প্রশাসন সাথে আছে বলে অভয় দেওয়া হয়। বিভিন্ন স্কুল, কলেজ এবং জেলার বাইরে অধ্যায়নরত ছাত্র ছাত্রীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।