গত ২৭ মে খুলনা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হলো জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ । উক্ত অনুষ্ঠানে বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় গ গ্রুপে খুলনা বিভাগের ১০ জেলার প্রতিযোগীকে পিছনে ফেলে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পায় মেহেরপুরের মেয়ে মায়শা ফারজানা ঐশী। সে মেহেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। গত ১৩ ই মে উপজেলা পর্যায়ে তিনটি বিষয়ে (১.বাংলা কবিতা আবৃত্তি ২.রবীন্দ্র সংগীত ৩.উচ্চাঙ্গ সংগীত)শ্রেষ্ঠত্ব অর্জন করে গত ২০ মে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাই। জেলা পর্যায়েও তিনটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায় মায়শা। এছাড়াও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয় মাইশা ফারজানা ঐশী। প্রতিভাময়ী মেধাবী এই শিক্ষার্থী মেহেরপুরের মান অক্ষন্ন রেখেছে বহুবার। এর আগেও জাতীয় পর্যায়ে কয়েকবার মেহেরপুরের মান অক্ষুন্ন রেখেছে মায়শা। এর আগে ২০১৮ সালের রচনা প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় মায়শাকে নিজ হাতে পুরস্কৃত করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ এ জুন জাতীয় পর্যায়ে খুলনা বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করবে মেহেরপুরের মেয়ে মায়শা। সে শিক্ষক শুভাকাঙ্ক্ষী সহ সকলের কাছে দোয়াপ্রার্থী।