মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এমএএফ এর কর্মপরিকল্পনা সভা
মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এমএএফ এর কর্মপরিকল্পনা সভা
এম এ এফ (মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম), সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সম্মিলিত অংশগ্রহণে সামাজিক সমস্যা সমাধান ও নগর জীবন মান উন্নয়নের লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
শহরের লা ভোগ হোটেলে ১৩ই মার্চ বুধবার এ সভার আয়োজন করা হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সম্মেলনের আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নব গঠিত এম এ এফ কমিটির হাত ধরে সিভিল সোসাইটি ও ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সহযোগিতায় ধাপে ধাপে নগর জীবন উন্নয়নের প্রচেষ্টায় সফল হওয়ার প্রত্যাশা রাখছি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ এ. খালেক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর জালাল, জেলা মহিলাদলের সভাপতি সাইয়্যেদাতুন্নেসা নয়ন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শাশ্বত নিপ্পন সহ অনেকেই।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়া ।