মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন
মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন
মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন
মেহেরপুর প্রতিনিধি (০৭/০২/২০২৪) ঃ
“বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শামীম হাসান। জেলা সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহম্মেদ, জেলা সমাজসেবার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি সহ জেলার সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ শোভাযাত্রার আয়োজন করে।