মেহেরপুরে সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ এর একই দিনে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান।
এ সম্পর্কিত সংবাদ
আজ বেলা বারোটার সময় বিআরটি এর অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর বিআরটিএ সহকারী পরিচালক আইনুল হুদা চৌধুরী। এ কার্যক্রম শুরুর ফলে গ্রাহক সেবা বাড়বে। একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সাথে সাথে বায়োমেট্রিক দিতে পারবেন পরীক্ষার্থীরা। লাইসেন্স নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেবে বিআরটিএ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরটিএ আরও এক ধাপ এগিয়ে গেল। এর ফলে গ্রাহকদের অভিযোগ কমবে বলেও মন্তব্য করেন তিনি।
মোটরযান পরিদর্শক জিয়াউল ইসলামের সঞ্চালনায় বিআরটিএ র কর্মচারী ও গ্রাহকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।