মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি:
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা। অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা, এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (০৫জুন) সকাল ১০টাই মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শামীম হাসান সভাপতিত্ব করেন। এসময় প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে বিনষ্ট করার ব্যাপারে সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম উপস্থিত ছিলেন।