মেহেরপুরে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচন

সারাদেশে ৪৬ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

251

সারাদেশে ৪৬ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে আটটায় দশটি কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লাইন লক্ষ্য করা যায়। বড় ধরনের কোন বিশৃঙ্খলা খবর পাওয়া। তবে ইভিএমে ভোট গ্রহণ করতে যান্ত্রিক ত্রæটির কারণে কোন কোন কেন্দ্রে ভোটগ্রহণ বিলম্বে শুরু হয়। এবার চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছে। আওয়ামী মনে হয় তো নৌকা প্রতীকে রয়েছেন রওশন আলী টোকন । আওয়ামী বিদ্রোহী প্রার্থী আনারস পদে প্রতিদ্ব›িদ্বতা করছে আনারুল ইসলাম। এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছে নজরুল ইসলাম। ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৪০ যার মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৮০ ও মহিলা ভোটার ১২৫৬০। নয়টি ইউনিয়নে তিনটা সংরক্ষিত মহিলা আসনের বিপরীতে ১৬জন এবং পুরুষ মেম্বার ৯টি ওয়ার্ডের বিপরীতে ৪৩ জন প্রতিদ্ব›িদ্বতা করছে।

এই বিভাগের আরও সংবাদ