মেহেরপুর বন্ধুসভার ইফতার মাহফিল
মেহেরপুর বন্ধুসভার ইফতার মাহফি
প্রতিনিধি, মেহেরপুর
প্রথম আলো মেহেরপুর বন্ধুসভার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল আয়োজিত হয়।
মেহেরপুর বন্ধুসভার সভাপতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন এসময় বলেন, এই রমজানে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি। অনেকে অসহনীয় দামের কারণে অনেক জিনিসপত্র কিনে খেতে পারছে না। এই কারণে মেহেরপুর বন্ধুসভা মনে করেছে যে এতিম শিশুদের নিয়ে একটু ভালো খাবার খাওয়ানো যায় কিনা। পরে বন্ধুরা মিলে সিদ্ধান্তে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় ৫০ জন এতিম শিশুকে একদিনের জন্য ভালো খাবার খাওয়ানো হয়।
সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক লিখন মিয়া, সাংঘটনিক সম্পাদক তানজিফ রহমান অর্পণ, সদস্য মিনারুল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক শাহ জালাল, আব্দুল জাব্বার, আজমাল ফুয়াদ দৌলা, ফারাহ সোহানী দূর্বা, তানজিম মাহমুদ কমল প্রমুখ উপস্থিত ছিলেন।