মেহেরপুর-১ আসনে হ্যাটট্রিক, ২ আসনে পরিবর্তন
পর পর তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে নতুন মুখ ।
মেহেরপুর-১ (সদর, মুজিবনগরে) পর পর তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে বর্তমান এমপিকে হটিয়ে জায়গা করে নিয়েছেন নতুন মুখ ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর।
আজ রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবইদুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন।
এতে মেহেরপুর-১ আসনে আবারও আওয়ামী লীগে মনোনয়ন পেলেন বতর্মন এমপি ফরহাদ হোসেন। তিনি মেহরেপুর জেলার প্রথম ব্যক্তি হিসেবে মন্ত্রী পরিষদে জায়গা পেয়েছিলেন। বর্তমানে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে এসেছে নতুন মুখ। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন বর্তমান এমপি সাহিদুজ্জামান খোকন।
দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মেহেরপুর-১ আসনে ১১ জন ও মেহেরপুর-২ আসনে ১৫ জন তুলেছিলেন দলীয় মনোনয়নপত্র। এর মধ্য থেকেই ঘোষিত দুজন হলেন নৌকার মাঝি।