শিক্ষার্থীর মাঝে কোরআনশরীফ বিতরণ

শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেছে দুলাল নগর কুরআন শিক্ষা কেন্দ্র।

553

শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেছে দুলাল নগর কোরআন শিক্ষা কেন্দ্র। আজ মঙ্গলবার (৭ই মার্চ) দুপুরে পাঁচজন শিক্ষার্থীকে নতুন কোরআন শরিফ শিখায় তাদের কোরআন শরীফ প্রদান করে এ সংগঠন। সংগঠনের সভাপতি রাশেদুজ্জামান প্রদীপ উপস্থিত থেকে এ উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও দুলাল নগর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শামসুল আলম, আব্দুল কালাম, আক্তিরুল, ঠান্ডু, নাহিদ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন । পরে সকলের জন্য দোয়া ও মিষ্টিমুখ করানো করা হয়।

এই বিভাগের আরও সংবাদ