সরকারের সাফল্য তুলে ধরে মেহেরপুর যুব মহিলা লীগের বিশাল সমাবেশ
সরকারের সাফল্য তুলে ধরে মেহেরপুর যুব মহিলা লীগের বিশাল সমাবেশ
তৌহিদুল ইসলাম তুহিন
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুরে যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী হেলেনা খাতুন এর সভাপতিত্বে কর্মী সমাবেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রূপসভা মন্ডলের সঞ্চালনায় কর্মী সমাবেশ বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী। এর আগে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গহরপুর সমাবেশের স্থলে এসে পৌঁছালে তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।
এদিকে জনপ্রশাসনামন্ত্রী ফরহাদ হোসেন এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম পিরোজপুর ইউনিয়নের সীমানায় এসে পৌঁছালে পিরোজপুর ইউনিয়নের নুরপুর থেকে এক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে গহরপুরে নেওয়া হয়। বিপুল পরিমাণ মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এ সময় অন্যদের মধ্যে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ ও ইব্রাহিম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।