মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা।

সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ।

106

জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সবার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডাঃ জমির মোঃহাসিবুস সাত্তার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অলোক
কুমার দাস।
সভা থেকে সীদ্ধান্ত নেয়া হয় আগামী ১২ ডিসেম্বর জেলার ৯শ ৫৩ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২শ ৪৭ জন শিশুকে একটি করে নিল রঙের আর ৬৮ হাজার ৬শ ৫৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় সিভিল সার্জন বলেন, কেউ যেন একটির বেশি ভিটামিন-এ ক্যাপসুল না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর অভিভাবকরা যাতে তাদের শিশুদের কেন্দ্রে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায় এ জন্য প্রচার প্রচারণা বাড়াতে হবে।।

এই বিভাগের আরও সংবাদ