মেহেরপুরে জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্যর কারাদণ্ড

মেহেরপুর জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্যকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

1

মেহেরপুর জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্যকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দন্ডপ্রাপ্তরা হচ্ছে, মোছাঃ সুমি সদর উপজেলার বাড়িবাকা গ্রামের ইজারুল ইসলামের স্ত্রী। মোঃ সোহাগ শহরের দিঘির পাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।মোছাঃ খাজুরা খাতুন গোরস্থান পাড়ার মোঃ মিন্টুর স্ত্রী।জেসমিন দিঘিরপাড়ার আল আমিনের মেয়ে।জামান যাদবপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমান আদালতের বিচারক রনি খাতুন জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীদের কমিশনের ভিত্তিতে বিভিন্ন ক্লিনিক ও ডায়গনিক সেন্টারে নিয়ে যান দালালরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে করা হয়। অভিযানের দায় স্বীকার করায় ৫ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরো জানান, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭/২ ধারায় তাদের বিরুদ্ধে এই রাই দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ